নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
"শিবির"!!!
আমার বচন-ভঙ্গি যেন শিবির!
আমার চলন-ভঙ্গি যেন শিবির!
আমার দৃষ্টি-ভঙ্গি যেন শিবির!
আমার বাহ্য-ভঙ্গি যেন শিবির!
সাবধান করছে কেউ দেখতে শিবির!
সন্দেহজনক কারো নজরে, আচরণ শিবির!
বন্দী হয়েছি কারন, মতো শিবির!
হুমকি দিয়েছে কেউ ধারণা শিবির!
বাঁকাচোখে তাঁকিয়ে ভাবে হয়ত শিবির!
লেখার ধরণ সত্যে সাহাসী শিবির!
কিন্তু নই নিজে অন্তর্ভূক্ত শিবির!
মুহাম্মদ সা.'র উম্মত, মুসলিম বীর!
বাংলাদেশের সাধারণ সন্তান ভ্রাম্যমাণ কুটির
সংকটে আতঙ্কে চলে, জীবনের ধীর!
সেনানিবেশ, তাঁবু, ছাউনি, Camp-এর
প্রতিশব্দ/সমার্থক শব্দ হচ্ছে শিবির।
আমার সাথে এত মিল শিবির,
হারাব প্রাণ বোধহয় দেশ অস্থীর!
©somewhere in net ltd.