নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Come gladly in my heart\nRandomly going life like inexpert!\n\nDo you want to know my insight? \nIt is very nice and presents light.

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

লজ্জাস্থান

০২ রা মে, ২০১৩ বিকাল ৫:৫৬

যেদিন প্রথম অনভূত সৌন্দর্য রমণীর

আকস্মিক রূপান্তর, চমকানো হর্ষ আন্তর!

অতিবাহিত শৈশব, সম্প্রতি তারণ্য-লাবণ্য

হয়ত পাবো দীর্য়ায়ু, চিত্ত শূন্য।



চারদিকে জাঁকালো সুরত প্রভৃতি ধরণ

প্রতিটি সুন্দর একটি বিশেষ কারণ।

যুবক বিধায় যুবতী খেয়ালে আসে

সঙ্গ সংক্রান্ত ভাবনার দৃশ্য ভাসে।



একাকী তিক্ত-আকুল জড়ানোর জন্য

এমনি জানে পাবে-খুঁজে হন্য।

নিত্য বাহিরে আভাস, পাগল মতি

উৎসুক পলক, অবৈধ জড়ালেই ক্ষতি।



সুন্দরীর আকৃতি মুগ্ধকর, অপূর্ব আর্কষণীয়

বীর্যবানের রসরঙ্গ, অত্যন্ত কামনার লোভনীয়!

সত্যি বলছি হৃদয়টা খুব ভালো

চমৎকার অঙ্গভঙ্গির কারণে কুলষিত-কালো।



যদি বাহ্যিক কার্য প্রকাশিত হত

প্রায়ই ধর্ষক আর হত ধর্ষিত।

সংযত অবধি জান্তে, রক্ষিত লজ্জাস্থান

নারীর সম্মানের স্বকৃতি, নম্র সুদর্শন!



প্রখর কুদৃষ্টি অজ্ঞেয়-অভেদ্য অভ্যন্তরে

উভয়ের অনবদ্য, আচ্ছাদনে আবরু অন্তরে।



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: যা খুশি তাই লেখলেই কোবতে হয়া গেল।

২| ০২ রা মে, ২০১৩ রাত ৯:০৭

মুহাই বলেছেন: সুন্দর!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.