নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
আধাঁরে থাকে শুধু অনুভুতি প্রাণ
জীব, বস্তু সব তিমির কালো।
আপন ঘরে আপন একা
স্বপ্নে প্রতিচ্ছবির সাথে কথা বলা।
আমার বেদনায় আমি ক্লান্ত
আরোপিত পথে, পথ চলা।
জাঁকালো সৌন্দর্যে আছে প্রফুল্ল
ঝকঝকে বাহ্যদৃষ্টি জীবন-যৌবন।
দেখে হই ভীত, ভাবাপন্ন-মূগ্ধ
প্রকৃত সুকান্বেষন চিনতে অজ্ঞ।
©somewhere in net ltd.