নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
নগ্ন চলচ্চিত্র বাজারে এবং ইন্টারনেট-এ সহজলভ্যভাবে পাওয়া যাচ্ছে। আমরা কিশোর-যুবকরা প্রতিদিন কোন না কোন ভাবে লজ্জাহীন ভাবে আসক্ত হচ্ছি।এমনকি নারী-পুরুষের বিভিন্ন অবৈধ মিলনের গল্পের সমাহার! অধিকাংশ কিশোর-যুবকের আড্ডার আলোচ্য বিষয় অপরূপা যুবতী ও রমণীর আকৃতিগত মন্দ কথা ব্যক্ত হচ্ছে প্রতিনিয়ত। আমাদের প্রত্যেকের প্রায় অবশ্যই উক্ত ব্যপারে অভিজ্ঞতা আছে- ""অস্বীকার করার কোন পথ নেই''।
সমাজে চলতে পথে প্রতিদিন স্বচোখে দেখা যায়- অলজ্জা জুগল অনৈতিক কাজে লিপ্ত! প্রেমের নামে একে অন্যকে ভুলিয়ে অবশেষে ভোগে নিঃস্ব। একসময় কেউ কাউকে চিনেই না!!! কোন কোন যুবক বা যুবতী এতই অবাধ মেলামেশায় জড়িত যে, চিরদিনের সঙ্গী সনাক্তে সতী কিংবা সত পেলেও কখনো বিশ্বাসই করতে পারে না- সন্দেহমূলক অশান্তিতে ভুগে!
স্বাভাকিকভাবে তরুণ-তরুণীর প্রতি আকৃষ্ট হয় তা সবার জানা আর আকৃষ্ট হওয়ার ফলে একে অন্যের কাছে মিলনে আসে! আকৃষ্ট না হলে তো কেউ সংসার-ই করতো না এবং ব্যাভিচারও হত না।
আমরা আকৃষ্ট হই বা লোভ্য লাগে বিধায় জটিল পোশাকের সাজের দিকে অতি দৃষ্টিপাত; প্রচুর চলচ্চিত্র, নাটক ইত্যাদি রচিত হচ্ছে । কিন্তু সহজ পোশাকের সাজে আমাদের নজর খুব কম পরে কারণ এতে মায়া, মমতা, মর্যাদা ও শ্রদ্ধা অবহেলাও অশিষ্ট থাকে।
ঢিলেঢালা আবৃত, আকর্ষণীয় আবৃত ও উলঙ্গ আস্তিক অথবা নাস্তিক উভয় দৃষ্টিভঙ্গি থেকে একই রকম। হয়ত কেউ থাকতে পারে ব্যতিক্রম শিশুর মত।
এক সময় মানুষ খোলা আকাশের নিচে মল ত্যাগ করতে সুখ-শান্তি অনুবভ করতো না জেনে আর এখন কেউ জেনে তা করছে বা করতে আগ্রহী!!!
২| ১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩০
রাকি২০১১ বলেছেন: নারীদের নিয়ে কিছু ভয়াবহ উক্তি
_______________________
1. বিশ্ববিদ্যালয়েরমেয়েদের চুইংগামের
মতো চাবাতে ইচ্ছে করে
---------------- হুমায়ন আজাদ।
2) একজন মেয়ে যাকে মন দিতে পারে,
তাকে শরীরটা দেওয়াও কিছুই নয় । এই
শরীরে আছেটা কি ?
---------------- বুদ্ধদেব গুহ।
3) মেয়ের সম্মান মেয়েদের কাছেই
সবচেয়ে কম !
---------------- রবীন্দ্রনাথ ঠাকুর।
4) কম বয়েসী মেয়ে হল রসগোল্লার মত
যেখানে রাখবে সেখানেই পিঁপড়েধরবে!
---------------- শংকর।
এই সব
উক্তি বেশ্যা নারীবাদীরা শুনবে না ,কার
এইগুলো তাদের রূপের প্রসংসারমতই
তারা মনে করে। নারীবাদীরা, সত্যিই
যদি তোরা মানুষ হতি, তাহলে তোদের
চোখের সামনে নারীকে বিজ্ঞাপনের পণ্য
হিসাবে উপস্থাপন করতে দিতিনা।
যতদোষ সব হুজুরদের !! যতদোষ সব
তেতুলের !!!
©somewhere in net ltd.
১| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৪
দ্যা ডেডলক বলেছেন: কে কি দেখবে বা কি নিয়ে কথা বলবে তা তার একান্ত ব্যক্তিগত বিষয়। বাংলাদেশ এখনো আফগানিস্তান হয়ে যায় নাই।