নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
পর্দা আর দাড়ি
প্রায় প্রতিটা জানালায় পর্দা থাকে
বাতাসের প্রবেশ, ভিতরে ছায়া রাখে।
ঈষৎ রঙিন, রঞ্জিত জানালার কাঁচগুলো
বাহির স্পষ্ট আসে না বালিধুলো!
সম্পূর্ণরূপে কারো দৃষ্টি-ভাবনার আরালে
দেখা যায় যা, তা স্মৃতি-খেয়ালে।
....
দাড়ি প্রায় প্রতিটা পুরুষের প্রকৃতি
দাড়িবিহীন কৃত্রিমতা, কখনো না প্রগতি।
দাড়ি আমার সৌন্দর্য-বৃদ্ধি অধিক
দাড়িহীন নারীর সদৃশ নিশ্চয় অপ্রাকৃতিক!
প্রতিনিয়ত করছি অবলোকন নিজকে-বাহারি
দাড়ি ছেঁটে তৎপর, নির্বোধ বাহাদুরি।
চারদিকে নানা ধরণের আকর্ষণের উপকরণ
সহজকে জটিল অজ্ঞের অস্বীকার'র কারণ।
©somewhere in net ltd.
১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
রওশন জমির বলেছেন:
দাড়ির ভূগোল ও ভূগোলের দাড়ি
Click This Link