নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
তুলনাবোধক শব্দ
(Like-মতো)
প্রায় প্রত্যেকে উপমায় কথা বলে
অনেক জটিল সহজে রূপকের আড়ালে।
কিছু মনোভাব সোজাসুজি করলে ব্যক্ত
খারাপ শুনায়, ভাবে মন্দের উক্ত!
কত না ভাবে প্রশংসায় মত্ত
কাউকে বলছে ""সুন্দর চাঁদের মতো''!
মনের মতো যাচাই করতে গিয়ে
স্যাঁতসেঁতে নিজেকে যাতনা সব হৃদয়ে!
দিনে দিনে বাড়ছে যৌন আভাস
চারদিকে যদিও ঠক্ঠক্, সত্যের আশ্বাস!
বুঝানোর স্বার্থে করা হচ্ছে তুলনা
সাদৃশ্য দিলেই কখনো-তা হয় না।
জিবে পানি জমে তেঁতুল খেলে
আরো বিদঘুটে অবাধ সম্পর্কের ফলে!
এড়িয়ে চললে নিশ্চত প্রীতি রাণী
আমার কাছে সম্মানিত শালীন রমণী!
বহুরঙের ফুলগুলোর ঘ্রাণ চায় লোকে
"অশ্লীল' মানে "লালসাপূর্ণ' বলে কাকে?
৩১/১০/২০১৩
©somewhere in net ltd.