নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
লীগ একটা ইংরেজি শব্দ!
অন্যের বাক্য করে জব্দ!
আওয়ামী মানে কি? আজ?
কেড়ে নিচ্ছে রমণীর লাজ!
বাংলা ভাষার কথা বলে
তুচ্ছ অধিক মিশ্র করে
ইংরেজি ভাষার নিরব কৌশলে
হারাচ্ছে জাঁকালো সংস্কৃতির তরে।
প্রতিবেশী দেশে বহুভাষার মিল।
মাতৃভাষাকে কারণ করে অমিল!
জয় পেয়েছিল ১৯৭০'র নির্বাচনে
...হস্তান্তর করেনি "ইয়াহিয়া' সেই সনে।
সেজন্য স্বাধীন দেশে এলো-
স্বাধীনতার ঘোষনা! মুক্তিযদ্ধ হলো!
পাকিস্তানি সামরিক সরকারের পরাজয়!
পরিবর্তিত নাম বাংলাদেশের বিজয়!
মহানেরা একেএকে হত্যায় শেষ!
স্বদেশের মানুষেরা নিত্য সর্বশেষ!
আজকাল প্রধানপথে উড়ছে ধোঁয়া-ধুলো!
ব্যঙ্গ স্বভাবের (মানব ধর্ম) নাস্তিক লোকগুলো!
বিদ্রোহী যারা তারা মুক্তিযুদ্ধা!
সরকারের সহযোগীরা রাজাকার বৃদ্ধা!
তাহলে বর্তমান বাংলাদেশ সরকার
আর ১৯৭১'র পাকিস্তান সরকার
প্রায় একই সূতোয় গাথা,
মাতৃভুমির বুকে বাড়ছে ব্যথা!
পাকিস্তানি সরকারের ছিল সহযোগী-
যেমন-আল বদর, আল সামস ইত্যাদি
তেমনি-অমুকলীগ, তমুকলীগ ইত্যাদি!
এরা হচ্ছে ইসলাম বিদ্বেষী!
অন্তরে আরেক বাহিরে ভালোবাসি!
শুধু জনগনের কষ্ট!
©somewhere in net ltd.