নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
দিগন্তে উপর বর্ণিল আভা!
সরে যাক যন্ত্রনাকর ভাবা!
আঁধারে একা নিরব ফাকা
মনে করে মনে রাখা!
আমারও লাগে সুন্দর বর্ণিল
সন্ধে আগের আকাশ নীল!
বহুরঙে সাজানো মেঘ দৃশ্য
মনের আনে অবাক হাস্য!
©somewhere in net ltd.