নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
কেউ দেখলো না সচরাচর ঘুরতে
শুনলো না কেউ কথা বলতে!
রয়ে গেলো একা তবুও ব্যথা...
জালাতন তাঁর হয়ে গেছে প্রথা।
চিনে যারা তারাই দেয় প্রস্তাব
কামনাহীন কীভাবে ধরে এতো ভাব!
নিশ্চয় আছে গোলমাল, ভেতর-বাহির
এই ভেবেই করে অস্থির, জাহির!
কত না ভাবে করে পরীক্ষা
আমার চারপাশে নেই জ্ঞান-দীক্ষা !
পতিতার কাছে গেলে হবো সফল-
পাবো সনদপত্র পাবো জীবনে বল্।
ইচ্ছুক দিতে বিল যত লাগে
ফুল সুন্দর দেখতে, সুন্দর বাগে!
স্বীয় বলি, আছি চেষ্টায় সংযত
হোকনা যত দেহে, হৃদয়ে ক্ষত!
15.09.2022
©somewhere in net ltd.