| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুলসাইফসাই
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
মনে হলো সে, নিতে এসেছে আমার খোঁজ
এমন ভাবনা দেখলেই তরুণী, বুঝি রোজ!
এই অনুভব দীর্ঘদিন যাবত হয় না শেষ
আছি একা, সুখে-দুখে হেসে-কেঁদে বেশ!
চোখে চোখ পরলেই ভাবি, আমি পছন্দ তাঁর
এভাবে কাটে মুহূর্ত, দিন, ঘটনা ঘটে বারবার।
ভালোবাসা খুঁজে খুঁজে যায় যায় আমার দিন
বিষাদে এখনও বিরহে, চাওয়া সুখের প্রতিদিন।
২|
১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:০৩
জগতারন বলেছেন:
তরুণ বয়সের সুন্দর কবিতা
খুব ভালো লেগেছে আমার।
লাইক!