নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ২৮।০২।১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

পঞ্চান্ন বছর

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৯

স্বপন দেখে কেটে গেছে পঞ্চান্ন...
তবুও এলো না জীবনে নবান্ন!
ছোটরা হয়েছে বড়! পরিপূর্ণ স্বপ্ন
স্বীয় পারিনি জোগাড় করতে অন্ন

এক একা কত ঘুরা যায়
একা একা কত থাকা যায়।
প্রেরণা দিলো না কেউ আজও
নিলো না কেউ আমার কোঁজও।

হীনমন্যতায় যাচ্ছে জীবন, নীরব-উদাসীন
যন্ত্রণা বাড়ছে ক্ষণে ক্ষণে নিত্যদিন।
ছায়া হয়ে এলো না পাশে
মেলে না তবুও খুঁজি চারপাশে।

সাহস পাই সাহস হারাই প্রতিদিন
ভেবে ভেবে যায় যায় দিন।
দুঃখ দুঃখ যায় না আমার
সুখের আশায় জেগে উঠি আবার।
26.09.2022

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৩

অপ্‌সরা বলেছেন: পঞ্চান্ন তেও কেউ নবান্ন দিলো না কেনো ভাইয়া? :(


যাইহোক নো হীনমন্যতা।

সাহস নিজেই নিজে নিতে হবে।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৩০

রাইসুল সাগর বলেছেন: মানিব্যাগের স্বাস্থ্যটা ভাই করুন
উপভোগ্য,
অটোমেটিক ঘুরে যাবে
আপনার দোকলা হবার ভাগ্য।

হা হা মজা করলাম। পঞ্চান্ন তো হলো না তাতে কি, ৯৫ তে হতেও পারে। চেষ্টা চালিয়ে যেতে হবে।

শুভকামনা জানিবেন নিরন্তর।

২৭ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৩৫

সাইফুলসাইফসাই বলেছেন: পরিচিত এক মামাকে নিয়ে লেখা.. আমিও একা!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.