নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
দীর্ঘদিন নিজে দেখি নাই ঊষা
আরবী দুর্বোধ্য! জানি বাংলা ভাষাা।
তাও প্রচুর শব্দ আছে বুঝিনা
স্বাচ্ছন্দ্যে হয়না প্রকাশ ভাব-ভাবনা
এই ভাষায বলি, হৃদয় জাগে
সুন্দর সুবাসিত ফুল ফুটে বাগে।
নীরবে খুঁজে যায় সুপ্ত আলো
সত্যিই বলছি, সত্যি এরাই ভালো।
সবাইকে ঐশী জ্ঞানে করে আলোকিত
যে অভিলাষে আসে সে পুলকিত।
কত দলে হতে চেয়েছি সঙ্গবদ্ধ
কোথাও পাইনি শান্তি, জন্মেছে দ্বিধাদ্বন্ধ।
মৌমাছি যেভাবে করে মধু আহরণ
ত্রুটি হলে করে সংশোধন-বারণ।
নারী কিংবা পুরুষের শালীন আবরণ
রোগ-শোকে রাখে খোঁজ-স্মরণ।
যে শিখবে সে হবে প্রজ্ঞাময়
ছড়িয়ে দেবে আহবানে প্রীতি-প্রেমময়।
আমিও চােই ভালোবাসিতে একাগ্রচিত্তে তোমায়
ইচ্ছে সম্মান করি হই স্নেহময়।
২৭.০৯.২০২২
©somewhere in net ltd.