নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
কত জনে আর দেখে ঊষা
কয় জনে বুঝে হৃদয় ভাষা।
কত জনে জীবনে দেয় আশা
কয় জনে হয় প্রকৃত চাষা।
প্রায় মানুুষে মগ্ন নিয়ে ভালোবাসা
কত জনের আছে হায় বাসা।
এতো বিশাল পৃথিবী কারো একটু
যার আছে প্রচুর, সে পটু।
কত জনে আর করে পড়ালেখা
কয় জনে জানে সঠিক লেখা।
সবাই আয় করে বাঁচা-মরা
বেশি ভাগ মানুষেই ব্যর্থ-হারা।
29.09.2022
©somewhere in net ltd.
১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৪০
আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর অন্তমিল
ভাল থাকবেন--------