নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
নিশ্চুপ চেয়ে সমুদ্র দিগন্তে সূর্যাস্ত
দিন দিন শেষ হচ্ছে সমস্ত!
বৃথায় উঠেছিলো প্রভাতে রক্তিম সূর্য
কোনো ভাবে রইলো না মাধুর্য!
হায়! হায়! কেউ দেখালো না-
স্বপ্ন; কেউ দিলো না প্রেরণা।
করেই গেছি খালি খালি আলপনা
যা এখন হৃদয়ের প্রচুর যাতনা।
চাইলে বলতে পারো প্রেমের প্রস্তাব
বেড়ে যাচ্ছে প্রিয়া বিহীন কুভাব!
চারদিকে এতো এতো রঙিন প্রেম
প্রতিটি মুহূর্তে আমারও চাই সেইম।
০৩.১০.২০২২
©somewhere in net ltd.