| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুলসাইফসাই
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
আমার জীবনে অদ্ভুতুড়ে অভিজ্ঞতা অর্জিত হয়েছে এবং তারপর টের পেয়েছি। যা খুঁজছিলাম তা কারো ভাঁড়েই খুব বেশি নেই। আমি হতাশ হয়েছি, আমি অবাক হয়েছি। আমি শিখে গেছি, কি করে অমূল্য আয়ুর যথার্থ মূল্য দিতে হয়। ঝরে গেছে অনেকে আমার পাঠ্য তালিকা থেকে। আমি নির্বাচনপটু পাঠক হয়ে উঠেছি কিনা জানি না। তবে অন্তর্দৃষ্টি খুলেছে কিছুটা, অন্ধকারে সামান্য দেখতে পাই। আমি ক্রমশ হয়েছি রম্যময় ভ্রমণের অতুল সোয়াদ। আমি রূপান্তরিত হতে হতে হয়ে উঠেছি খুঁতখুঁতে দর্পী । শাপ -স্বরূপ আমি নিক্ষিপ্ত হয়েছি... ধীরে ধীরে হয়ে উঠেছি একজন ছিদ্রান্বেষী... পুরাদস্তুর( সম্পূর্ণরূপে)।
হয়ে উঠবার গল্প
সৈয়দ ওয়ালী
কবিতা অবলম্বনে...
০৬ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:২১
সাইফুলসাইফসাই বলেছেন: আর দিবো না; জানি না তো, জানলাম। ধন্যবাদ
২|
০৬ ই অক্টোবর, ২০২২ রাত ৮:২৩
খযড়ঝ বলেছেন: সুনডোর
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:১৭
মরুভূমির জলদস্যু বলেছেন: প্রথম পাতায় একাধিক পোস্ট দেয়া ঠিক না।
আপনি ৩টি পোস্ট দিয়ে রেখেছেন প্রথম পাতা!!