নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
সূর্যটা দেখা যায় নদীর জলে;-
”জলরবি”! কতকিছুর্ বসবাস, পানির তলে।
দেখায় যায় আয়নার মতো, অবয়ব
আকাশও দেখা যায়, সুন্দর সব।
সবুজ দিগন্ত, সবুজ বিস্তীর্ণ মাঠ
এরকম ছিলো আমার সুখের পাঠ।
এখন সূর্যদয় হচ্ছে-এখন সূর্যাস্ত
সব কিছু দিয়ে, শিখো সমস্ত।
তীব্র রোদের জন্যই বিশাল নীল
শাপলা সৌন্দর্য বাড়ায়, সুন্দর বিল ।
সাদা সাদা বক খায় মাছ
হৃদয়ের শখ, বাগানে বহুরূপী গাছ।
হীরার মতো চকচক করে জলবিন্দু
বৃষ্টি হলেই জমে, পাপড়িতে মৃদু।
21.10.2022
©somewhere in net ltd.