নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ২৮।০২।১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

রঙিন ফুল

২৫ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:১৯

এই ফুল গাঢ় লাল- সুন্দর
এই ফুল হালকা লাল- সুন্দর!
এই ফুলের সুবাসে- মুগ্ধ
এই ফুলের সুরভিতে- দগ্ধ!

এই ফুল গাঢ় হলুদ- সুন্দর
এই ফুল হালকা হলুদ- সুন্দর!
এই ফুলের সৌরভে- বিমোহিত
এই ফুলের গন্ধে- অবনত!

এই ফুল দেখতে চমৎকার
চাওয়া- হৃদয়ে খুব দরকার।
এই ফুলের পাঁচ পাপড়ি
মন্দ লাগে না বাহারি।

এই ফুল খুব খুব গোলাপি
দেখে প্রায় প্রত্যেকে চুপিচুপি।
এই ফুল বেগুনী- সুন্দর বাড়াবাড়ি
অগনিত পাপড়ি- নিখুঁত বাড়ে তাড়াতাড়ি।

এই ফুল এতো এতো সুন্দর
দুর্গন্ধ- তবুও কারো কারে অন্তর।
প্রতিটি ফুল আলাদা আলাদা সুন্দর
অভিলাষ মনে একটি যাচায়ের পর...

সাদা ফুল সাজে সুন্দর শিউলি
ধীরে ফুটে রাতে-প্রভাতে কলি।
ফুল রঙে রাঙানো. প্রিয় রংধনু
আমার-তোমার অতি পছন্দ তনু।

এই ফুলের রূপ দেখে অন্ধ
প্রায় মনে এই নিয়ে দ্বন্ধ।
25.10.2022

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:২৮

আলমগীর সরকার লিটন বলেছেন: এই ফুল শুধু ধূসর মৃত্তিকার গন্ধ

২৫ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:৩৩

সাইফুলসাইফসাই বলেছেন: এই ফুলের রূপ দেখে অন্ধ
প্রায় মনে এই নিয়ে দ্বন্ধ।

২| ২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:২১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: লিখতে থাকেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.