নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
চেনা-জানা সবাই ভুলে গেছে
বেঁচে আছি খালি-শুধু মিছেমিছে....
যখন আমায় অবহেলা-উপহাস করে
মনে মনে বলি নই দরকারে...
চলে যেতে চাই অদেখা শহরে
পারিনা পারিনা যেতে কিংবা মরে...
কত স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে
অযথা কেনো যাব অপূরণ হৃদয়ে!
মানসিক প্রশান্তি দেবে কে বলো?
আমার কাছে ভালো লাগে আলো।
এসো সানন্দে এসো যদি ভালোবাসো
এসো হৃদয়ে এসো, কাছে এসো।
তোমার সঙ্গ অবশ্যই এখন প্রয়োজন
পাত্তা দেয় না কোনো আপন।
শুধু কী দেখে যাবো স্বপণ
বিরক্ত সব, কল্পনা অপছন্দ এখন।
ভাবো ভাবো আমাকে সত্যি ভাবো
নিশ্চয়ই সুন্দর উত্তম সঙ্গি পাবো।
তালবাহানা করার সময় নাই আমার
বাস্তবতা- চাই সত্য জীবন পাবার।
02/11/2022
©somewhere in net ltd.
১| ০২ রা নভেম্বর, ২০২২ বিকাল ৫:০২
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।