| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুলসাইফসাই
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
ঠেলা জাল দিয়ে ধরেছি মাছ;
এতো সুন্দর বাবুইর বাসা, তালগাছ।
খুব চমৎকার, পছন্দ নীল আকাশ;
জলেতে দেখায় অবয়ব, কমল বাতাস।
সরিষা হলুদ ফুলে বিস্তীর্ণ মাঠ;
দুচালা ঘরে সন্ধে হলে পাঠ।
নদীর পাড়ে সারি সারি নৌকা;
কার হাতে সুন্দর ছবি আঁকা।
খড় জড়ো জড়ো করে রেখেছে;
খালে-বিলে বাঁধা নৌকা আছে।
কেউ উঠছে নৌকায়, কেউ যাচ্ছে;
মালামাল নিয়ে অজানা গাঁয়ে ছুটছে।
সোনালী ধান কেঁটে নিয়েছে ঘরে;
খোলা প্রান্তর খুটে খায় কবুতরে।
বুনেছে রঙিন শাকসবজি, উঁচু সারি;
কলসে ভরে জল, পরেছে শাড়ি।
কুয়াশায় দেখা যায় না দূরে
ভিজে আছে ঘাস ঠান্ডা শিশিরে।
এমন সুন্দর গ্রামে আমার বাড়ি;
কতদিন যাইনা ব্যস্ত শহর ছাড়ি।
03.11.2022
২|
০৩ রা নভেম্বর, ২০২২ বিকাল ৪:১৩
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
৩|
০৪ ঠা নভেম্বর, ২০২২ বিকাল ৩:৩৯
রাজীব নুর বলেছেন: আমি কবিতা লিখতে জানি না। কিন্তু আমার খুব শখ হয় কবিতা লেখার।
০৪ ঠা নভেম্বর, ২০২২ রাত ৯:০২
সাইফুলসাইফসাই বলেছেন: আমিও জানি না, এমনিতেই হঠাৎ ভাব এসে যায় বলতে পারিনা. আবার কখনো চেষ্টা করেও পারিনা!
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০২২ সকাল ১১:১৪
আরিফুর রহমান শুভ বলেছেন: সুন্দর কবিতা