নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
মাঝে মাঝে এখনও দাও উঁকি
সবসময় তোমার জন্য অপেক্ষায় থাকি।
সেই কবে থেকে দিচ্ছ সাড়া
যদি চাইতে হতে হৃদয়ে সারা।
মনে মনে তোমাকে মুহূর্তে ভাবি
চাইনা, কারণ দামি তালা-চাবি।
বর্তমানে সব কিছুই অসম্ভব উভয়ের
ঝামেলা হবে অভিলাষে নিশ্চয় দুজনের।
সুন্দর লাগে, চমৎকার লাগে, অপূর্ব
আনন্দে যাবে আকাঙ্ক্ষা পরবর্তী পর্ব।
তোমার প্রতিক্রিয়া খুশী করে মন
কত কিছু ভাবে, দেখি স্বপন।
তুমি আমার নতুন কিছু সৃষ্টি
মানো প্রিয় নিজের আসল কৃষ্টি।
তুমি আমার প্রদর্শিত প্রেরণার নায়িকা
এই পর্যন্ত, অনেক নিঃস্ব-একা।
যদি হতো দেখা, প্রত্যক্ষ পরিচয়
কাটতো ভয়, ফিরে আসতাম বাস্তবতায়।
উৎফুল্ল অন্তর! প্রফুল্ল নিজে, প্রশান্তি
কোনো কাজ পারলেই পাই শান্তি।
05/11/2022
২| ০৬ ই নভেম্বর, ২০২২ রাত ১:৪১
জগতারন বলেছেন:
সুন্দর কবিতা।
পাঠে মুগ্ধতা জানাইতেছি।
কবির প্রতি আমার আন্তরীক সুভেচ্ছে ভালোবাসা জানাই।
লাইক!
©somewhere in net ltd.
১| ০৫ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:০৫
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।