নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

ঊষা (ভোর)

০৮ ই নভেম্বর, ২০২২ সকাল ৯:৪৬

কে দেখে রোজ প্রথম ঊষা;
যদি দেখো তাহলে পাবে আশা।

চোখ ফেরে না হালকা আলো;
বিকালও ‍মৃদু বাতাস, রঙিন জ্বালো।

সবুজে তাকালে মন হয় ভালো;
পৃথিবীতে সবচেয়ে বেশী অন্ধকার-কালো।

ছোট ছোট ঢেউয়ে দুলে হৃদয়;
আমার হবে মৃত্যু, আছে ভয়।

কিছু পাখি আকাশে উড়ে উড়ে...
কিছু পাখি অপেক্ষায়, মাছ ধরে।

প্রতিমনে ভাবায় সৌন্দর্য-সুন্দর কুচিন্তা
যে অসুন্দর, তারও পছন্দ সুচিন্তা।

প্রায় প্রত্যেকে বলে- দেখতে বেশ
আমার প্রিয়-অভিরুচির রেশমি কেশ।

একসময় জ্বালতো রশ্মি কুফি-প্রদীপ
জেগে উঠে হঠাৎ করে দ্বীপ।

এসো দীপ্তি হই, সানন্দে এসো
সত্যি খুব একা আমায় ভালবাসো।

যদি না আসো তবে নীরবে...
হারিয়ে যাবো কী আর হবে?
07/11/2022

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৫১

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২| ০৯ ই নভেম্বর, ২০২২ সকাল ৮:৫১

এম ডি মুসা বলেছেন: সুন্দর কবিতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.