নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
চিন্তায়-আশায় আছি লেখার জন্য
হচ্ছে না, কী করবো সেজন্য!?
পড়াশোনাও করা দরকার, পারছি না
লেখার মত পরিবেশ, মিলছে না।
এখন যা লেখি সব আগোছালোে
আমার জীবন খুব রহস্যময় এলোমেলো।
ধনী-সুন্দরী-আভিজাত্য যার আছে
তাকেই কেনো যেনো মন চাচ্ছে।
অবশ্যই হতে হবে সভ্য সভাব
যার সাথে জমবে সঠিক ভাব।
শালীন হতে হবে তার পোশাক
যার পছন্দ নুন-ভাত-শাক।
যদি এমন কেউ থাকে তবে-
করতে পারো যাচাই-জানাই পাবে।
অবৈধ যারা মেলামেশা করে প্রকাশ্যে
বা গোপনে; চাই না সহাস্যে...
এসো প্রিয় সানন্দে এমন হলে
কারণ প্রায় সবাই উত্তম বলে।
08-11-2022
©somewhere in net ltd.
১| ০৯ ই নভেম্বর, ২০২২ বিকাল ৪:৩৩
রাজীব নুর বলেছেন: সুন্দর।