নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
ফিরবো না বলে গিয়েছি আরব
দিচ্ছে-দিচ্ছেনা মনে হয় রব।
তাকে সন্তুষ্ট করার চেষ্টায় রত
মূর্খরা অহেতুক দেয় হৃদয়ে ক্ষত।
তারা কিন্তু পিছিয়ে বহু কাজে
তবু অনুভব করে বিজয়ী নিজে।
সাদাসিধায় চলতে পারে না, অপূরণ
দেখে না, দেখে না স্বপন।
আমি দেখেছি বিশাল বড় স্বপ্ন
সহযোগীতা করে না, করে ভগ্ন।
একটু সাড়া পেলেই হতাম বিখ্যাত
ওরা বারবার চেষ্টায়, আমায় নত...
একা একা পারছি না লড়তে
কোনোভাবে পারছি না মরতে।
কি করবো এখন খুব দিশেহারা
আমার থাকতে হয় এখনও ভাড়া।
১০/১১/২০২২
১৩ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:৫৭
সাইফুলসাইফসাই বলেছেন: ফিরে এসেছি সেই কবে। বুঝেছি দেশই আপন।
©somewhere in net ltd.
১| ১২ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
আরব আপনাকে ধরে রাখতে পারবে না। আরব আসলে কাউকে ধরে রাখতে পারে না। আপনি আপনার নিজ দেশে যথা সময়ে ফিরে আসতে পারবেন। ততোদিন আরবের বিখ্যাত খাবারগুলো খেয়ে নিন।
খুব ভালো ছড়া কবিতা লিখেছেন। ছড়া কবিতায় প্লাস। +++