নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
কার কার আমি প্রিয় বন্ধু
যার- দাও ”লাভ রিএক্ট” শুধু!
যে দিবে-জানাবে প্রতিক্রিয়া
মিষ্টি মুখ করাবো মধু দিয়া।
কেউ বলে লাইক এতো কম
না দিলে আমার কেন শরম?
কারো ইচ্ছে হলে দেয় লাইক
অনিচ্ছা হলে দেয় না লাইক।
আমার ভাব আসে তাই লিখি
কি হয় না-হয় তবুও রাখি।
ইচ্ছেতো হই সবার নয়ন মনি
পৃথিবীতে আছে কত রকমের খনি।
আজ পযর্ন্ত যা লিখেছি, এরমধ্যে;
হয়নি কি একটিও পছন্দ-শুদ্ধে।
ভালবাসো হে তুমি হও যে
তোমাকে প্রয়োজন আমার খুব যে।
আগ্রহ আছে সুন্দর সুন্দর আঁকি
সবাই কি দেখে সুন্দর-থাকি!
ঘৃণা করনা হলে মনের অমিল
খুব ইচ্ছে জানি-মানি-মিল।
12.11.2022
©somewhere in net ltd.
১| ১৩ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:৪৭
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।