নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
কুয়াশা দেখা যায়, রাস্তার দুধারে;
খেজুরগাছ, ফোটা ফোটা রস পরে।
জিহ্বা পেতে খেয়েছি কত কত;
যত খেতাম মজা লাগতো তত।
হাটতে হাটতে হয়েছে তৈরি পথ
সাদা সাদা আঁকাবাকা কোনাকুনি সুপথ।
দোল খাচ্ছে কিশোরী, গাছের ডালে;
পাখিরা উরে যায়, সমান তালে।
আঁকাবাকা নদী, জলেতে আকাশ দেখি;
মন ভালো হয়, সে সুখী!
১৩.১১.২০২২
©somewhere in net ltd.
১| ১৫ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৪২
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।