![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
আমিও বানানে ভুল করি...
কারো সাথে পরামর্শ করতে পারি না!
কারণ আমার কেউ নেই
আমি নিজে নিজে চেষ্টা করি!
আর ভুল করে লজ্জায় মরি...
অনেকে মনে মনে আমার ভুল ধরে।
সংশোধন করে দেয় না
আমি বহু কিছু করি- বুঝে না...!
বাংলা ভাষা এমনি এমনি শিখেছি
শুদ্ধ উচ্চরণ বলতে না পারছি...
আমি সঠিক শুনি না
তাই কাউকে বুঝাতে পারি না।
আমার দেশ অথবা আমার মা
কাঙ্গাল-বাঙ্গাল এটাই তার উপমা।
আমার কাজ মিলে, পেটে-ভাতে
কার কী আসে যায় তাতে?
থাকতে থাকতে শিখবে
কেউ শেখাবে না...
আমরা স্বাধীন হয়েছি একাত্তরে
আমরা আমরাই মারি-মরে...
16/11/2022
©somewhere in net ltd.