নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
কথাতো বলেছেন সু্ন্দর, ছবিটাও চমৎকার;
প্রতিটি মানুষের প্রকৃতি দেখা দরকার...
নিজে দেখেছি অনিচ্ছায়-ইচ্ছায় নগ্নচিত্র
ক্ষতিগ্রস্ত-বিমোহিত প্রায় প্রত্যেক চরিত্র।
প্রকৃতি দেখলে হৃদয় হয় পবিত্র
শেষ করে দিচ্ছে অশ্লীল চলচ্চিত্র!
এই (”উলঙ্গ”) শব্দকে সবলোকে বলবে নগ্ন
যে দেখবে, হবে মন ভগ্ন।
আমরা কি চিন্তা বেশি করি?
কি কারণে আমরা অধিক মরি।?
আসুন আবৃত হই সবসময় জীবনে
সত্য-ভালো-সুন্দর দেখি স্বপণে।
17/11/2022
১৭ ই নভেম্বর, ২০২২ বিকাল ৪:৪১
সাইফুলসাইফসাই বলেছেন: ঠিক আছে বুঝলাম- নগ্নতা মানে অশ্লীলতা নয়। কিন্তু সমাজে তো অশ্লীলতা আছে। তাইনা/ঠিকনা!
১৭ ই নভেম্বর, ২০২২ বিকাল ৪:৪৩
সাইফুলসাইফসাই বলেছেন: অশ্লীল /বিশেষণ পদ/ কুৎসিত, অভদ্র, জঘন্য, নীচ; কুরুচিপূর্ণ; কামলালসাপূর্ণ।
২| ১৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:০০
রাজীব নুর বলেছেন: ভালো।
©somewhere in net ltd.
১| ১৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:০৬
রানার ব্লগ বলেছেন: নগ্নতা মানেই অশ্লিলতা নয় । ইহা যেদিন মাথায় ধরবে সেইদিন দেখবেন সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছেন !