নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
হতে-দিতে পারো কি সান্ত্বনা?
শূন্যতার জন্য তাই এতো যন্ত্রণা!
অহরহ করেছি আনাগোনা উত্তরায়-মাঝে
কত দেখেছি, কতনা রঙিন সাজে।
সাড়া দিলেই হয়ে যাবো সমগ্র
হৃদয় পবিত্র, মস্ত এক সমুদ্র।
নিশ্চয়ই ভাবছ, ভাবনার কারণ স্বীয়
চাইলে হতে পারো ভীষণ প্রিয়!
দীর্ঘ অপেক্ষায়, কতজন বলেছে, কতকথা
দেখো দেখো এতো এতো ব্যথা!
এসো সানন্দে চিত্ত খুব ফাঁকা
স্বপ্ন দেখে দেখে একেঁছি-আঁকা।
খুব খুব পছন্দ হয়েছে-চাই
জগৎ সম্পর্কে জানো-মানো অবশ্যই।
প্রচুর করেছি চেষ্টা, নাই কড়ি
প্রতিমুহূর্তে ফুটছে, ছাড়ি নতুন কুঁড়ি!
29.11.2022
©somewhere in net ltd.
১| ৩০ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:১১
রাজীব নুর বলেছেন: ভালো।