নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
ভাবনায় পেলে দিলে প্রিয় বন্ধু;
একা একা থাকলে কেন শুধু।
মাতৃগর্ভেও এখন হত্যা হয় সত্য;
মাতৃগর্ভেও নিরাপদ না! বুঝলে, সত্য!
নিজ সুখের জন্যও মা ছাড়ে
তার কোলেই শিশুরা আদরে বাড়ে।
যৌন তৃপ্তির জন্যই মিলিত হয়
শেষে দেখায়-বলে জন্মের ভয়।
সবাই সুখ খোঁজে, পরে বুঝে
দেখো আকর্ষণ করার জন্য সাজে।
আমি এখন রমণীর চিন্তায় মগ্ন
এর জন্যই হৃদয় হচ্ছে ভগ্ন।
30-11-2022
©somewhere in net ltd.
১| ০১ লা ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৫৪
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার অন্তমিল