নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
হতেই হবে, দিতেই হবে চূড়া
তাহলে হবে সার্থক, একদম পুরা!
কেঁদে কেঁদে যায় নীরবে নীরবে
পরিরর্তন হচ্ছে না কারো প্রভাবে।
মর্জি মত পারছি না চলতে
সঙ্কল্পিত পথে দিচ্ছে বাধা হারতে!
ঠিকই আছি সরল সহজ রাস্তায়
ওরা বারবার চেষ্টায়, আমায় হারায়।
আসলে তারাই পরাজিত, হচ্ছে অপমানিত
আর আমার পথ হচ্ছে দীর্ঘায়িত...
এক রমণীর সত্যি সঙ্গ দরকার
তা না হলে হারব আবার।
জিৎ চাই আমি, এতেই হাসি
হে নবী তোমায় ভীষণ বালোবাসি।
হে প্রভু দেখতে চাই কৌশল
যাতে ওরা হয় একেবারে বিফল!
ভাঙা-চুড়া হৃদয়, তরতাজা হচ্ছে
সব মিথ্যে করে দিচ্ছে দিচ্ছে।
01.12.2022
©somewhere in net ltd.
১| ০৩ রা ডিসেম্বর, ২০২২ রাত ৯:৪৪
রাজীব নুর বলেছেন: কবিতায় নতুন কিছু নেই।