নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
নোয়াখালী বছরে দুই, এক-বার যেতাম। কারণ মা পেনশন পেতেন। সেজন্য চৌমুহনী টাকা তুলতে যেতে হত। আমরা থাকি ঢাকার উত্তরায়। সেখানে সেই ছোট্ট কাল থেকেই থাকি বা বসবাস করছি এখন পর্যন্ত। ঢাকার উত্তরায় জীবনে বেশীরভাগ সময় অতিবাহিত হয়েছে। যদিও পুরো উত্তরা বা ঢাকা দেখা-ঘুরা হয়নি!
০৫ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৩
সাইফুলসাইফসাই বলেছেন: আপনি কবিতা ছাড়া কেমন লেখা প্রত্যাশা করেন। কোন কোন বিষয়ে লেখা আশা করেন জানাবেন। চেষ্টা করবো এটা শুরু করলাম মাত্র। যদিও এটা কিছুই না তবুও চেষ্টা করলাম। ভবিষ্যতে অব্শ্যই উত্তম কিছু লিখবো।
২| ০৫ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:০৯
নাহল তরকারি বলেছেন: সুন্দর
৩| ০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:৪৫
রাজীব নুর বলেছেন: আপনি মানুষের জীবন নিয়ে লিখুন। আপনার অভিজ্ঞতার কথা লিখুন ।
©somewhere in net ltd.
১| ০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:২৯
রাজীব নুর বলেছেন: কি লিখলেন? কেন লিখলেন?