নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
পটাতে পারিনি আদৌ কোন নারী
তুমি পরেছ রঙিন বাঙ্গালি শাড়ি।
এককথায় সুন্দর! সুন্দর! মনের মত
উদগ্রীব চিত্ত, তুমি অভিলাষ যত।
রমণী কি আছো, করবে নালিশ?
আমার বিরুদ্ধে! আরামদায়ক নয় বালিশ!
সুখ কিসে আছে, স্বীয় বুঝি
নেই নেই আমার কোন রুজি।
চুপ চুপ চুপ আছি রাজি
আশ্বাস দাও, দাও কথা, সাজি।
সানন্দে এসো, সানন্দে এসো হৃদয়ে
সুখে থাকবো, মিলে থাকলে, উভয়ে।
30/11/20221
০৭ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০১
সাইফুলসাইফসাই বলেছেন: কাকে প্রস্তাব দিবো কেউ নেই শুধু কল্পনা
একে যাই কেবল আল্পনা।
২| ০৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:০৭
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:
থাকুন সুখে মিলেমিশে। শুভেচ্ছা নিরন্তর।
৩| ০৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:২৩
নীলসাধু বলেছেন: সুন্দর আহবান দেখা যাচ্ছে।
কবির জন্য শুভকামনা।
৪| ০৬ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
©somewhere in net ltd.
১| ০৬ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা বিয়ের প্রস্তাব পাঠান
ভালো লাগলো