নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
কল্পনা করে করে আজ তৃপ্ত,
ঠান্ডা হয়েছে যত সব উত্তপ্ত।
তবু অসম্ভব, মিথ্যের কাছে নত
যতই বাড়ুক হৃদয়ে, দেহে ক্ষত।
রমণী পাশে পাইনি টাকার জন্য
আসলে কি বলিব, কারা বন্য?
সম্মান করি তাই মিশি নাই;
গোপনে অবৈধ! বৈধ মিশতে চাই।
চাকচিক্য প্রাধান্যে, এতো এতো বেশি
বেড়ে যাচ্ছে জলুস, উল্লাস-খুশি।
বাহ্যিক সৌন্দর্য অনেকে দেখাচ্ছে-দেখছে
প্রায় সকলে কামনায়-ধর্ষিত হচ্ছে।
তোমার সাজ আমার ক্ষতি করছে
তাকালেই দোষ আমায় অকারণে দিচ্ছে।
একলা থাকতে চাই না অযথা;
শুধু কষ্ট, সময় নষ্ট, ব্যথা!
সত্যি জীবন কিছুই না বুঝলি
আমার দরকার ইসলাম প্রিয় পাগলি।
06/12/2022
©somewhere in net ltd.