নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
বার্তা দাও, যদি ইচ্ছে হয়!
কেন হে পাচ্ছো অহেতুক ভয়?
(Message me if you want!
Why do you get unnecessary fear?)
গোপনে নির্জনে চাইলে লেখতে পারো
সানন্দে এসো, একা থাকা ছাড়ো।
ভীতি কেন? জেনে, আমায় ভেবে;
একটু চের্ষ্টায় সম্ভবত পটে যাবে!
নিশ্চিত, হবে না কোন ক্ষতি
কিন্তু হবে সুনিশ্চত- দুর্বল মতি।
বন্ধু হিসেবে, উৎসাহ, প্রেরণা মিলবে
সুখে-দুখে, মুখে হাসি, হাসবে!
হয়ত সান্ত্বনায় হবো না আশাহত
মিথ্যেকে করে দিবো একদম নত।
পরীক্ষা-যাচাই তো করতে পারো
সাড়া না দাও, অসম্ভব কারো....
05-12-2022
©somewhere in net ltd.