নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
যে কাজই করি সে কাজই ঠকি বা ঠকায়! এভাবে কাজ করি আর ছাড়ি বা ছুটে যায়। পেরে উঠি না অনেক কাজ। যে কাজ মনের মত হয় সে কাজ পাই না পেলেও হাত ছাড়া হয়ে যায় কোনো না কোনো ভাবে। এক মাসের কিছুদিনের বেশি হলো একটি মনের মত কাজ পেলাম তাও না করে দিলো কাজ করিয়ে নিয়ে। দীর্ঘদিন পর পাওয়া কাজটা মন ফুরফুরা করে দিলো। আমার শ্রমের বেতনও দিলো না এখন কি করি? মেজাজ খারাপ হয়ে আছে মনে হচ্ছে তান্ডব চালাই তাদের উপর। কি আর করা চুপ আছি, তবুও বেঁচে আছি। আয় করতে না পারার কারণে আজ বড়ই একা। কেউ এলো না পাশে! আজ একাকিত্বে বুকছি...
©somewhere in net ltd.
১| ১১ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২২
রাজীব নুর বলেছেন: গল্প লিখুন, উপন্যাস লিখুন, প্রবন্ধ লিখুন।
এরকম ফেসবুক স্ট্যাটাস নয়। লেখার আগে পড়ুন। প্রচুর পড়ুন। ভালো লেখার প্রধান শর্তই হচ্ছে পড়া।