নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
সাজ আর ছবি খুব সুন্দর,
সাদাকালো আর রঙিন খুব সুন্দর!
সুউচ্চ পর্বতমালায় এখনও উঠি নাই
অপূর্বব দৃশ্যঘেরা মেঘরাশি দেখি নাই।
মেঘের উপরেও আমি উঠেছি একবার
মন এখনো চায় উঠতে আবার।
হলুদের পাশে সবুজ, কাঁধে কলস;
কুয়াশায় ঝাপসা অদূর, মৃদু বাতাস।
নারকেলের শাঁস,
খেতে যদি পাস;
মজা করে খাবি,
আরো যদি চাবি;
আর নাহি পাবি।
দৃষ্টি ছিলো তীক্ষ্ণ জ্বলজ্বল সুন্দর,
এইরূপ কত মনের কেড়েছে অন্তর!
যেতে থাক এই হৃদয়ে,
সদা কেনো এতো হাসে!
প্রতিদিনই মেয়েদের শরীরের সৌন্দর্য ফুটিয়ে তোলা হচ্ছে...
প্রায় পুরুষই বলে অদ্ভুত সুন্দর গোলাপ!
ইংরেজি শিখতে শিখতে,
হাসি দেখতে দেখতে,
কত মনে ডুকে যায়,
ভাবা যায়, অবাক হায়।
পরিপূর্ণ যৌবনে, যুবতীর সুন্দর হাসি,
আমার কাছে সুন্দর-পছন্দ ভালোবাসি!
হাসির আড়ালে নিশ্চয় দুঃখ;
তুমি জানো ইংরেজী সূক্ষ্ম।
তোমাকে স্পর্শ করা সম্ভব না অসম্ভব!?
তোমাক পাওয়া সহজ না কঠিন ।
আরেকবার লিখছি কেনো এতো হাসি,
তবুও হয় না কখনো বাশি!
©somewhere in net ltd.
১| ১৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০৫
রাজীব নুর বলেছেন: পংক্তি গুলো বিরক্তকর।