নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
চক দিয়ে লিখেছি বাংলা বর্ণমালা
সিলেটে-ব্লাকবোর্ডে, খুলেছে জ্ঞানের তালা।
শিখেছি ইংরেজি, আরবি, করেছি অংক
তবুও হয়নি শিক্ষিত, করি তর্ক।
যারা করে নাই পড়াশোনা কখনো
কেউ জানে, অধিক অজ্ঞ জানো।
মানে না, মানে না মানুষ
পড়ে না, পড়ে না মানুষ।
কত লেখক লেখলো কত বই
তাতে লেখা থাকে পরিচয়-সই।
তুলনা কর পড়ে শ্রেষ্ঠ কোনটা
কে কেড়েছে তোমার প্রিয় মনটা।
০৯.০২.২০২
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:১৫
রাজীব নুর বলেছেন: বাংলাদেশে এত শত কবিতা লিখে লাভ নাই। অন্য কিছু ট্রাই করুণ।
©somewhere in net ltd.
১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:১২
নেওয়াজ আলি বলেছেন: খুব সুন্দর লিখেছেন,
শুভ কামনা রইলো ।