নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
সবার টাকার প্রয়োজন। তাই সকলকে যেকোনো একটি কাজে দক্ষ হতে হবে। সব বৃক্ষ বিশাল হয় না। সব বৃক্ষ অল্প সময়ে ফল দেয় না। ছোট গাছ ও লতাপাতাও আছে যা ছোট হয় লতাপাতাও তো নুয়ে কিছু একটা বেয়ে উপরে উঠে। তারাও ফল দেয়। সব গাছ বড় বড় ফল দেয় না। ছোট ছোট ফলও সবার প্রয়োজন পূরণ করে। সব কিছু সবার দরকার হয় বেঁচে থাকার জন্য। হয়তো আমার নয়তো আপনার।
সুযোগ সবসময় আসে না। তবে সুযোগ জীবনে আসে। সকল খবর প্রত্যেকে পাই না। এক একজন এক একটা নিয়েই বেঁচে থাকে। তাই আপনার চাহিদা অনুযায়ী কিছু একটা শিখুন আর সে কাজে দক্ষ হোন। দেখবেন আপনি যেকোনো একটা বৃক্ষ হয়ে উঠবেন।
©somewhere in net ltd.
১| ০১ লা মার্চ, ২০২৩ দুপুর ১:২২
রাজীব নুর বলেছেন: আসলে আপনি কি বলতে চাচ্ছেন?