নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
কেবল ভেবে রূপ, যায় বেলা
আমার অসময়, কথাও হয়নি পহেলা...!
আমার করা উচিত বৈধ রতিক্রিয়া
আসে না, আসে না প্রিয়া!
রাত যায় খুব বিরহে বিরক্তে
মিশে যাওয়ার সম্ভাবনা দূষণ রক্তে!
কারো যায় আসে না তাতে
আমার আরাম লাগে খুব প্রভাতে।
এতো আহ্বান, এতো বিলাপ করি
এলো না হৃদয়ে সব ছাড়ি।
অনেকের চেয়ে নিশ্চয়ই আছি বেশ
অনেকের চেয়ে খারাপ, আছে ক্লেশ
আমি ভেবে ভেবে খুব ক্লান্ত!
তোমাকে পাশে চাই সত্যি একান্ত!
০৯.০৩.২০২৩
উত্তরা, ঢাকা
২| ০৯ ই মার্চ, ২০২৩ বিকাল ৪:৪৩
সোনাগাজী বলেছেন:
আপনি এমন কিছুর উপর কথা বলছেন, যা মানুষের সামনে বলা ঠিক নয়, আপনি সমাজ টমাজকে বুঝেন না; কয়েক লাইন অপ্রয়োজনীয় কিছু লিখে কেহ কবি হতে পারেনি।
৩| ০৯ ই মার্চ, ২০২৩ বিকাল ৪:৫৩
ঋণাত্মক শূণ্য বলেছেন: বিষয় না। হবে একদিন। অবৈধ্যটা কইরেন না। বৈধটার অপেক্ষায় থাকেন। হবে একদিন!
©somewhere in net ltd.
১| ০৯ ই মার্চ, ২০২৩ দুপুর ১:৪০
এম ডি মুসা বলেছেন: কী বলি আপনার কবিতা সামাজিক ভাবে উপস্থপনা আমার ভালো লাগে নাই