|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সাইফুলসাইফসাই
সাইফুলসাইফসাই
	আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
মনঃপূত ছিল তার দেয়া প্রতিশ্রুতি
ঠিকঠাক কাজ করেনি আমার মতি।
শেখানো কথা  হুবহু বলতে পারিনি
কৌশলে করেছে বের, সুযোগ রাখেনি।
দিন শেষে আবার আমি ব্যর্থ
পেরে উঠছি না কেন যথাযথ!
আমারও স্বপ্ন আছে বেঁচে থাকার
হেরে যাচ্ছি কেন প্রতিবার-বারবার।
আমারও জিততে ইচ্ছে হয় জানো?
কিছুই হয়নি এখনো, আমায় শোনো।
সুন্দর সুন্দর লাগে, ভালো ভালো
দিনদিন একা থেকে মন কালো।
খালি আছে হৃদয় কে চাও
নয়তো হবো একদিন নিশ্চিত উধাও।
উত্তাল সাগর করেছি পাড় যৌবনে
ফুল ফোটেনি, অজানা আমার কাননে।
০৬.০৬.২৩
উত্তরা, ঢাকা।
 ৩ টি
    	৩ টি    	 +০/-০
    	+০/-০  ২১ শে জুন, ২০২৩  বিকাল ৩:২৯
২১ শে জুন, ২০২৩  বিকাল ৩:২৯
সাইফুলসাইফসাই বলেছেন: জানি না মনে আসে তাই
২|  ২১ শে জুন, ২০২৩  রাত ৮:৪২
২১ শে জুন, ২০২৩  রাত ৮:৪২
রাজীব নুর বলেছেন: তাহলে ভালো কিছু লিখুন। যে লেখা পরে মানুষ উপকার পাবে। সমাজের উপকার হবে।
©somewhere in net ltd.
১| ২১ শে জুন, ২০২৩  দুপুর ১:২৮
২১ শে জুন, ২০২৩  দুপুর ১:২৮
রাজীব নুর বলেছেন: এইসব কবিতা লিখে কি হবে?