নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Come gladly in my heart!Randomly going life like inexpert!

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

আমেজ

২৭ শে জুন, ২০২৩ দুপুর ১২:২৪

সাইফুল ইসলাম সাইফ

জীবনে অনেক উৎসব করেছি পালন
এখনও নেই আমেজ, নেই দোলন...!
আমার হয়নি কোনো প্রয়োজন পূরণ
পাবো, পাবে দেখায়, দেখি স্বপন!
বহু ঘটনায় হয়েছে আনন্দ অনুভব
নিশ্চয় প্রতিশ্রুতি দিয়েছেন সবাইকে রব!
সময় মতো চেয়ে, পেয়েছে যারা
অহংকারী হয়ে বলে আকাশের তারা!
যারা না পেয়ে দিশাহারা তাদের
শোনায় কেবল সফলতার গল্প আমাদের...
সব তার কঠিন পরিশ্রমের ফল
তাই সে হয়েছে সবসময় সফল!
ভুলে যায় তাকে দিয়েছে প্রভু
অকৃতজ্ঞ, স্বীকার করে না কবু!
ত্যাগ করে না তামাশা দেখায়
সব হারায় যখন প্রাণ হারায়!
আসছে শীঘ্রই খুশির দিন সবার
সবাই কি সুখ পায় প্রতিবার!?
উত্তরা, ঢাকা।
২৬.০৬.২০২৩

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০২৩ বিকাল ৩:০৮

রাজীব নুর বলেছেন: কবিতা যদি লিখতেই হয়, জ্বালাময়ী কবিতা লিখুন। পুতু পুতু টাইপ কবিতা না।

২৮ শে জুন, ২০২৩ দুপুর ২:২৭

সাইফুলসাইফসাই বলেছেন: জ্বলে উঠুক প্রতি মনে আগুন
মনমতো না হলে কথা দ্বিগুণ!
তোমার চিন্তা আমার মতো না
আমার চিন্তা তোমার মতো না!
প্রায় জন্ম একই নিয়মে হয়
শক্তি যার তাকে কর ভয়!
তোমার আর আমার পার্থক্য কী
বলো বলো বলো সব নাকি?
যে বিষয়ে তোমার সাথে মিল
এক একই আমার কথা-দিল।
তোমার একটা উক্তি দিবে মুক্তি
উন্নত হবে নিশ্চয় স্বীয় মতি!


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.