নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Come gladly in my heart!Randomly going life like inexpert!

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

পূর্ণিমা

১৫ ই জুলাই, ২০২৩ সকাল ১১:২০

পূর্ণিমা
সাইফুল ইসলাম সাঈফ

পূর্ণিমা এতো লাগে যে সুন্দর
মুগ্ধ হয়ে চেয়ে দেখি অন্দর!
মেঘেতে ঢাকে আবার দেখায় রূপ
দেখি তারে দেখি হয়ে চুপ!
আঁধারে কোমল আলো ছড়ায় চারদিক
আমার চাওয়া সে তার সবদিক।
কত মনের ইচ্ছে পেতে তাকে
শূ্ন্য হৃদয়ে সে কেবল থাকে।
খুঁজি মনে মনে হোক অনুরূপ
না যেন হয় কোনোভবে বিরূপ।
এ সে জনপ্রিয় মুখ পূর্ণিমা
ফুলের সৌন্দর্যের সাথে তার উপমা!

উত্তরা, ঢাকা।
১১.০৭,২০২৩

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:৫০

রাজীব নুর বলেছেন: অলস মানুষের কাজ কবিতা লেখা।
হয়তো কবিতা লেখা সহজ। এজন্য বাংলাদেশে এত এত কবি।

২| ১৫ ই জুলাই, ২০২৩ দুপুর ২:০৮

কাছের-মানুষ বলেছেন: কবিতা ভালই লাগল। ব্লগে কবি আজকাল অনেক কমে গেছে। ব্লগে একসময় নিয়মিত অনেকে কবিতা লেখতে, আজকাল রাজিব নুর সাহেবও মাঝেমাঝে কবিতা লেখার চেষ্টা করছে! ব্লগে নিয়মিত কবিতা আসা দরকার।

৩| ১৫ ই জুলাই, ২০২৩ দুপুর ২:২৫

রানার ব্লগ বলেছেন: ভাল লাগোছে !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.