নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
অনেক অজানা
সাইফুল ইসলাম সাঈফ
কিছু না কিছু প্রতিদিনই পড়ি
কিছু না কিছু রোজই গড়ি।
ভয় হয় মন্তব্য করতে, বিপদ
কত রকমের মানুষের পদ।
আপনিও চান নিশ্চয়ই মানুষের মঙ্গল
সেও চায় নিশ্চয়ই মানুষের মঙ্গল।
তবুও হয়ে যায় আলাদা ফলাফল
একই বিষয়ে ভিন্ন ভিন্ন ফল।
আমার আর আপনার মধ্যে এক-
যা, থাকনা এক এক এক!
কী করব পার্থক্য হয়ে বলুন
সহজ সরল পথে আসুন, চলুন।
সত্য কি? সত্য কি? বুঝেন?
ঘটে যাওয়া ঘটনা পুঙ্খানুপুঙ্খ যানেন?
নিশ্চয়ই কেউ আছে তা জানে
নাই থেকে সব যিনি আনে।
দরিদ্র ঘরের সন্তান আমি স্বশিক্ষিত
কতজনে করতে চায় আমায় নত।
প্রচুর জানতে চাই আমি পারিনা
তাই আমার অনেক অনেক অজানা।
উত্তরা, ঢাকা।
০৮।০৯।২০২৩
২| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:০৭
নীলসাধু বলেছেন: হুম।
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৩৫
রাজীব নুর বলেছেন: আছা, আপনি কেন কবিতা লিখেন?
©somewhere in net ltd.
১| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৯
সোনাগাজী বলেছেন:
মন্তব্য করতে ভয় লাগলে, একদিন ঠিকই নন্দলাল হয়ে যাবেন।