নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ২৮।০২।১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

সম্পদশালী

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৩

সম্পদশালী
সাইফুল ইসলাম সাঈফ

খালি পড়ে আছে আমার অঙ্গন
শোভাবর্ধনকারী অঙ্গ চাই যেমন রঙ্গন!
সাদা পুষ্প আমার কাছে প্রিয়ও
তবুও অসুন্দর না অন্য একটিও!
ত্রুটি বিচ্যুতি থাকে হৃদয়ে হৃদয়ে
সেজন্য প্রায় প্রত্যেকে রয় ভয়ে!
ভারসাম্য হারিয়ে ফেলেছি একলা থেকে
পথ হতে কিছুটা গিয়েছে এঁকেবেঁকে।
অর্ধেক কে-কি আর পূর্ণতা বলে
কোনো কিছুতেই নেই সুখ ফলে।
কত বলি সাম্যের উক্তি হায়
উঁচু-নিচু ব্যবধান প্রকাশ্যে ভাবায়!
গোপনে কত জনে নেয় খোঁজ
খাওয়ানোর ক্ষমতা নেই, ফিরে রোজ।
আমার কথা আমি বলে যাই
তাতেও সমস্যা, কিভাবে বাঁচি তাই?
ওরা বিলায় যৌবন শাখে শাখে
সংযত কিভাবে আমায় আল্লাহ রাখে?
তাই দোষ খুঁজে বেড়ায় নিত্য
বিশ্বাস করে না বল্লেও সত্য!
আমার নাই তাই তো বলি
ওরা শিখায় দেয়, বল্ সম্পদশালী!
যত্ন নিলে হবো বিশাল বৃক্ষ
শক্তি যুগিয়ে লড়ে রুখব দুর্ভিক্ষ।

উত্তরা, ঢাকা।
৩০.০৮.২০২৩

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৯

নয়ন বড়ুয়া বলেছেন: অসাধারণ...

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: আমার কিছু সম্পদশালী। কিন্তু এগুলো আমার নিজের ইনকাম করে করা না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.