নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ২৮।০২।১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

কোনো কৌশলে

২২ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৩২

কোনো কৌশলে
সাইফুল ইসলাম সাঈফ

পেরে উঠবে না কোনো কৌশলে
যতই সূক্ষ্ম চিন্তা, যাবে বিফলে!
যেভাবে বিজয়ী করার দরকার, করবেন
ঠিক সেই ব্যবস্থা, করেছে, করছেন।
বিপদ মানেই নিয়ামত, বুঝা মুসকিল
থাকতে, রাখতে হবে সৎ দিল!
সহায়তা করার করছে, অস্পষ্ট মূর্খ্যের
মানতে, বুঝতে চায়না ভাবে নিজের।
কি এমন জেনে ভাবো- বিজ্ঞ
কিছুই না, বুঝেও না অজ্ঞ!
কিছু কি দেখাতে পারো চূড়ান্ত
চিরন্তন সত্য তুমি হবে ক্ষান্ত!
কত উক্তি, এই ঠিক, পালটায়
আল্লাহর বাণী প্রায় সবাইকে ভাবায়।
চুপ থেকেও লাভ নেই বলতে-
হবে স্বকণ্ঠে! মুক্তি আছে তাতে।
শুরু থেকে বর্তমান পর্যন্ত দেখাও-
একটি চির উন্নত সুচরিত্র, প্রিয়ও!
পারবে না, নাই কোনো দ্বিতীয়
একমাত্র হযরত মুহাম্মদ সা., হৃদয়।

উত্তরা, ঢাকা।
১৭.০৯.২০২৩

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:২৬

রাজীব নুর বলেছেন: ধর্মীয় কবিতা। বেশ।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:০৬

সাহাদাত উদরাজী বলেছেন: ভাল হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.