| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুলসাইফসাই
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
সম্প্রতি আমল
সাইফুল ইসলাম সাঈফ
দেশি পেঁয়াজ এর দাম বেশি
দেশি রসুন এর দাম বেশি
দেশি চিনি এর দাম বেশি
দেশি ডাল এর দাম বেশি
দেশি মুরগি এর দাম বেশি
দেশি গরু এর দাম বেশি
দেশি চাল এর দাম বেশি
দেশি যাকিছু দাম বেশি বেশি
অতি খুশি প্রধান, তার হাসি
সত্যি আমরা কি খুব ভালবাসি!?
শুধু দেশি মানুষের দাম কম
জনগণ খুব হারাচ্ছে অহেতুক দম!
উত্তরা, ঢাকা।
২৭.০৯.২০২৩
২|
০৭ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:৩৩
বাকপ্রবাস বলেছেন: দেশী মানুষের দাম কম তায় সবকিছুর দাম বেশী
৩|
০৭ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৪০
রাজীব নুর বলেছেন: ভালো হয়নি।
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৩
ইসলামী জ্ঞান বলেছেন: অনেক সুন্দর কবিতা