নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ২৮।০২।১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

পতন

০৭ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৪১

পতন
সাইফুল ইসলাম সাঈফ

উন্নতি হয়নি আমার, হয়েছে পতন
কারণ চায়নি, পাইনি স্নেহ, যতন!
আমিতো সিঁড়ে বেয়ে উঠতে চেয়েছি
তবে কেন বারবার পড়ে গিয়েছি।
কিছু ভুল নিশ্চয়ই আমার আছে
সেজন্য কি করেছে শেষ, মিছে?
অন্যায় স্বীয় করেছি বহুবার জীবনে
তাই নিয়েছে প্রতিশোধ, চুপে, গোপনে।
জটিল পথ, কঠিন পথ হেটে
গিয়েছিলাম চূড়ায়, সব দিয়েছে কেটে।
কেউ বলতে পারেনি সঠিক চাওয়ায়-
পাশে ছিলো! যা মিলেছে ভাবায়!
অন্যের ত্রুটি রাখতে গিয়ে গোপন
আমার হয়েছে মন্দ, হারিয়েছি আপন!
সব ভুলে, জাগতে চাই প্রভাতে
ধ্বংস হয়ে যাচ্ছি কেন রাতে!
কল্যানকর কর হে আল্লাহ সময়
অনিচ্ছায় নষ্ট করছি অযথা সবসময়।
তরুণী সঙ্গী আমার খুব আবশ্যক
আয়শার রা. মতো মন হোক-ত্বক!
কোমল কর আমার স্বজনের হৃদয়
সহজ কর, দাও সুযোগ, অভয়।
রাজ্য ছাড়া নবাব কেন নিজে
ছোট কাজ করে থাকি লাজে!
আমার হয়েছে সত্যি বর্তমানে অধঃপতন
চাওয়া, ইচ্ছে হতে চাই রতন!

উত্তরা, ঢাকা।
২১.০৯.২০২৩

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১:৩৫

রাজীব নুর বলেছেন: পতন শব্দটা আমার পছন্দ নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.