নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
ফাঁদ
সাইফুল ইসলাম সাঈফ
রাজাই তো ক্ষমতাবান তারাও হারে
কত কত সেয়ান তার তরে!
সহজ সরল পথে যারা চলে
চালাকি করে ঠকায় তাদের বুদ্ধিবলে।
সব বিজ্ঞরা বলেছে মানুষেই সেরা
এদের মধ্যেই হয় দুষ্টু-তেড়া।
এতো এতো সীমানা সবাই বন্ধি
আসলে অধীনস্থ সকলে, করেও সন্ধি।
যত দেশ হবে তত নিয়ম
এতো এতো আইন ত্রুটিযুক্ত, শরম!
এককালে যাওয়া যেত দূর, বহুদূর
স্বাধীনতা চেয়ে চেয়ে করেছে ফতুর!
মনুষ্য সৃষ্ট সব ব্যর্থ কানুন
আল্লাহর উক্তি চূড়ান্ত নিজে মানুন।
খালি হাতে যাবো স্বীয় অজানায়
পারিনা! তারাই যায়, যারা কামায়!
নতুন দেশ সৃষ্টি, নতুন প্রধান
সব শেষ করে আছে প্রমাণ।
কত নামে স্বদেশের নাম হলো
পূর্বপুরুষ ও আমরা সুখি বলো?
নেতা হবে জ্ঞানী, প্রকৃত শিক্ষিত
যারা সৃষ্টিকর্তার কাছে হয় নত!
দেখেও অনেক কিছু বুঝি না
প্রচুর আছে যা তৈরি কল্পনা।
নিরীহ পাখিরাও পড়ে মন্দের ফাঁদে
তা দেখে আমারও মন কাঁদে!
উত্তরা, ঢাকা।
০৬.১০.২০২৩
©somewhere in net ltd.
১| ১২ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:৪৭
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করিলাম।