| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুলসাইফসাই
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
রূপ
সাইফুল ইসলাম সাঈফ
সুন্দর রূপ সবার প্রথম পছন্দ
যা মানুষকে করে আকৃষ্ট, আনন্দ!
সবাই কি চমৎকার হতে পারে
না, পারে না, অনেকেই পারে।
রূপ আছে উজ্জ্বল, রূপ কুৎসিত
এই রূপে কারো হার-জিৎ।
বেশভূষা বহুজনের দেখতে মনোহর পরিপাটি
এদের মধ্যে ধরা পড়ে ত্রুটি!
তাকে দেখতে লাগে নাই অপরূপ
তার কথা শুনে খুশি-নিশ্চুপ!
তাকে কাছে পাওয়ার ইচ্ছে জেগেছে
কতজন রূপে নয়, মনে হেরেছে।
তোমাকে পেতে চাই প্রিয় জান্নাত
অতি কষ্টে কাটে দিন-রাত!
তুমি চাইলে যোগাযোগ করতে পারো
তুমি চাইলে দুহাত আঁকড়ে ধরো।
আমি নিঃস্ব তোমায় না পেয়ে
খুঁজি রূপে, চুপে চুপে হৃদয়ে।
সব কিছুতে ঠিকঠাক একটু ভুলে
সবশেষ সেজন্য একলা থাকি ফলাফলে।
ইঙ্গিত করলেই দেবো সুখের সংবাদ
প্রত্যেকের সুরম্য আলোকিত জোছনা চাঁদ!
উত্তরা, ঢাকা।
১৪.১০.২০২৩
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:২৯
রাজীব নুর বলেছেন: মোটামোটি।