নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
কাশফুল
সাইফুল ইসলাম সাঈফ
কাশফুল শুকিয়ে গেছে, অনেক দেরিতে-
এসেছি তোমার দেখা, সঙ্গ পেতে!
পাপড়ি গুলো বাতাসে উড়ে উড়ে
সীমানা ছাড়িয়ে যায় দূরে দূরে...
সজীবতা, কমলতা নেই, নেই জৌলুস
দেখে দেখে করি কেবল আফসোস!
আজই প্রথম করতে গেলাম দেখা
স্বপ্ন ছিলো হৃদয়ে জমা, রাখা।
হায় করতে পারলাম না সংযোগ
বেড়ে গেলো আমার আবার মনোরোগ!
আবদার করতে পারিনি পূরণ হায়
আমায় শুধু ভাবায় আর ভাবায়!
এতো হাহাকার একজন সঙ্গীর জন্য
ভালো লাগে না কোনোকিছু সেজন্য।
দেরি হয়ে যায় কেন বারবার
পরিপূর্ণ হয় না কেন আমার।
প্রিয় ভুল বুঝো না আমায়
যায় দিন গুলো এমনি অযথায়।
চেষ্টা করতে করতে খুব ক্লান্ত
বুকে মাথা রেখে হবো শান্ত।
উত্তরা, ঢাকা।
২২.১০.২০২৩
©somewhere in net ltd.
১| ২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:৩১
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।